ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

`ভৈরব নদ খননের জন্য বরাদ্দ ২৭২ কোটি টাকা’

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০ , ০৬:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভৈরব নদ খনন সরকারের একটি বড় প্রকল্প। এই প্রকল্পের ৯২ কিলোমিটার খননের জন্য দুইশ’৭২ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এরইমধ্যে ৫৮ কিলোমিটার খনন শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি কাজ করা হবে। জানালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার যশোরের ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নের যে রোল মডেল হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষ সুফল ভোগ করতে পারবে। নদের পুরোপুরি খনন হলে এই অঞ্চলে ব্যবসা- বাণিজ্যের প্রসার ঘটবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতর কর্মকর্তারা। পরে মন্ত্রী যশোরের ভবদহ এলাকা পরিদর্শনে যান।  

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |